চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, জনগণকে মিথ্যাচার করে বিভ্রান্ত করা যাবে না। জনগণ জানে এই বাকলিয়াবাসী কিভাবে হানাদার বাহিনীকে প্রতিরোধ করেছিল। তাদের উত্তরাধিকারদের ইতিহাস বিকৃতির মাধ্যমে বিপথগামী করা হয়েছে।
তিনি গতকাল শুক্রবার বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনোপলক্ষে বাকলিয়া থানা আওয়ামী লীগ আয়োজিত কুইন্স কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, আন্দোলন সংগ্রামের নামে যারা সরকারের পতন চায় তাদের নিজেদের পতনই অনিবার্য। কেননা ইতিহাস বলে আওয়ামী লীগকে কখনো আন্দোলনের নামে ঠেকানো যায় নি। তাই ভয় দেখিয়ে লাভ নাই। আমরা ভয়কে বার বার জয় করে ক্ষমতার পাদপ্রদীপে এসেছি। তাই আমাদের শক্তি তৃণমূল। বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, বঙ্গবন্ধু জীবদ্দশায় সমগ্র পৃথিবীর অবাক বিস্ময়ে পরিণত হয়েছিলেন। তার অঙ্গুলি হেলনে ৩০ লক্ষ বাঙালি আত্মহুতি দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। এটাই ছিল একাত্তরের ঘাতক ও পরাজিত শক্তিদের চোখে বড় অপরাধ। একারণেই দেশী ও আন্তর্জাতিক শক্তির প্রত্যক্ষ যোগসাজসে বঙ্গবন্ধুকে স্বপরিবারে নৃসংশভাবে হত্যা করা হয়েছিল। বাকলিয়া থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক সিদ্দিক আলমের সভাপতিত্বে ও এস.এম মোক্তার হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।












