গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠাই জুলাই আন্দোলনের শিক্ষা

পটিয়ায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় হাবিব হাসনাত

| শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৬:৪৫ পূর্বাহ্ণ

বিএনপি নেতা সৈয়দ হাবিব হাসনাত বলেছেন, দীর্ঘ ১৭ বছর এ দেশের লক্ষ লক্ষ মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেপথ্যে থেকে ভূমিকা রাখতে গিয়ে আমিও গুম হওয়ার শঙ্কায় ছিলাম। অনেক মানুষ খুন হয়েছেন, অনেককে গুম করা হয়েছে।

গত জুলাই মাসে তোমাদের মতোই শিক্ষার্থীদের জীবন উৎসর্গের বিনিময়ে দেশ ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হয়েছে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় থাকতে হবে। জুলাই আন্দোলনের এই শিক্ষা বুকে ধারণ করতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমের অঙ্গীকারে নিজেদের প্রস্তুত করতে হবে।

তিনি গতকাল শুক্রবার পটিয়ার রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার উদ্যোগে এসএসসি ২০২৫ সালের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভাপতিত্ব করেন রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার সভাপতি সাজ্জাদ হোসেন এনাম। প্রধান বক্তা ছিলেন সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার এস এম মিজানুর রহমান, সহকারী অধ্যাপক আহসান হোসাইন, আব্দুর রাজ্জাক, আজগর হোসেন, ডা. হাসানুর রশিদ, শাহাদাত হোসেন বাবু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে কৃষকের ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ
পরবর্তী নিবন্ধআলোর দিশা ফাউন্ডেশনের শিক্ষাসামগ্রী বিতরণ