গণতন্ত্রের সৌন্দর্যের জন্য নির্বাচনী সহিংসতা পরিহার করুন

| সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৪:৫৫ পূর্বাহ্ণ

 

রাষ্ট্রকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে জনগণের প্রতিনিধি নির্বাচিত করার নিমিত্তে নির্বাচনের বিকল্প নেই। কিন্তু আমাদের দেশে নির্বাচন এলে নির্বাচনী সহিংসতার কারণে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত থাকে। পত্রিকার পরিসংখ্যান মতে ২০০১ সালের ৮ম সংসদ নির্বাচনে ৩৮ জন, ২০০৮ এ ১৫০ জন, ২০১৪ সালের ১০ম সংসদ নির্বাচনে এ ৫৭ জন, ২০১৮ এ ১১তম সংসদ নির্বাচনে শতের অধিক মানুষ নির্বাচনী সহিংসতায় প্রাণ হারান। আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালেও খুনের মহোৎসব পরিলক্ষিত হচ্ছে যা আমাদের দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে বাধাগ্রস্ত করবে। তাই দেশপ্রেমিক গণতন্ত্রমনা প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানাচ্ছি অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাজনৈতিক সহিংসতা পরিহার করে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে যেতে সহযোগিতা করুন।

আবদুর রহিম

কমার্স কলেজ রোড, মতিয়ারপোল।

পূর্ববর্তী নিবন্ধসুচরিত চৌধুরী : একজন নিভৃতচারী কথাসাহিত্যিক
পরবর্তী নিবন্ধকন্যা সন্তান পরিবারে সুফল বয়ে আনে