আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে হাজারী গলির জেলা কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম সিপিবি নারী সেল। এতে সভাপতিত্ব করেন সিপিবি চট্টগ্রাম জেলা নারী সেলের আহ্বায়ক রেখা চৌধুরী। বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, সিতারা শামিম, স্বপ্না তালুকদার, শীলা দাশগুপ্তা, মৃণালিনী চক্রবর্ত্তী ও আঁখি রেখা পাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুঁজিবাদ নারীকে পণ্যে পরিণত করে। মৌলবাদ নারীকে আরও অধীনস্ত করে তোলে। এ দুইয়ের বিরুদ্ধে লড়াই করতে হবে যা প্রকারান্তরে সমাজ পরিবর্তনের লড়াই। সহিংসতা, গণতন্ত্রহীনতা ও মৌলবাদই নারী মুক্তির প্রধান অন্তরায়। নারীর রাজনৈতিক অধিকার নিশ্চিত হওয়ার মধ্য দিয়েই মূলত তার সামাজিক, অর্থনৈতিক অবস্থা নির্ধারিত হয়। দৃষ্টিভঙ্গি, গণতন্ত্র চর্চা ও সমতা আনয়ন হতে পারে নারী মুক্তির প্রকৃত পদক্ষেপ। প্রেস বিজ্ঞপ্তি।