গণতন্ত্রকে সুরক্ষার প্রতিশ্রুতি মিয়ানমার সেনাপ্রধানের

| রবিবার , ২৮ মার্চ, ২০২১ at ৯:০৮ পূর্বাহ্ণ

সশস্ত্র বাহিনী দিবসে মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লাইং দেশটির জনগণকে সুরক্ষার এবং পুনরায় নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল শনিবার মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই প্রতিশ্রুতি দেন বলে জানায় বিবিসি। তবে কবে নাগাদ নির্বাচন আয়োজন করবেন সে বিষয়ে এবারও তিনি কোনো ইঙ্গিত দেননি।
সরাসরি সমপ্রচারিত ওই ভাষণে সেনাপ্রধান হ্লাইং বলেন, ‘গণতন্ত্রের সুরক্ষায় মিয়ানমার সেনাবাহিনী পুরো জাতির সঙ্গে হাতে হাত রেখে কাজ করতে চায়। যে দাবিতে নৃশংস কর্মকা- ঘটানো হচ্ছে, যার ফলে দেশের স্থিতিশীলতা এবং নিরাপত্তা ব্যবস্থা বিনষ্ট হচ্ছে সেটা সঠিক দাবি নয়।’ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের কারণ ব্যাখ্যায় তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা অং সান সু চি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির ‘বেআইনী কার্যকলাপের’ কারণে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে।
যার বিরুদ্ধে মিয়ানমারে টানা বিক্ষোভ চলছে, প্রতিদিনই সড়কে রক্ত ঝরছে। এখন পর্যন্ত পুলিশের গুলিতে ৩৯০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানায় বিবিসি।

পূর্ববর্তী নিবন্ধগরিব দেশগুলোর জন্য এক কোটি টিকা চাইলেন হু প্রধান
পরবর্তী নিবন্ধব্রাজিলে একদিনে ৩,৬৫০ মৃত্যু ।। ভারতে শনাক্ত ৬২ হাজার ২৫৮