গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি। আমাদের ফুটবল, ক্রিকেট, ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন, সুশাসন সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ; যার মাধ্যমে আমরা সামনে এগিয়ে যেতে পারি। আমাদের নতুন প্রজন্মকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আসুন, আমরা সেই লক্ষ্যে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি।
গতকাল রোববার বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত শহরের জেলা স্কুল বড়মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী খেলায় পঞ্চগড় জেলা বিএনপি ও দিনাজপুর জেলা বিএনপি দল অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে রংপুর বিভাগের আটটি জেলা বিএনপি দল অংশগ্রহণ করবে। খবর বিডিনিউজের।
মির্জা ফখরুল বলেন, যেভাবে ছাত্র–জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ তৈরি করে দিল, সেই সুযোগটা যেন আমরা গ্রহণ করি। শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সেটা আমরা সর্বক্ষেত্রে খেলাধুলা–সংস্কৃতি, আমাদের সামাজিক জীবন, শিক্ষা, স্বাস্থ্য, সর্বক্ষেত্রে যেন আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাই।