গণটিকা গ্রহণে জনসচেতনতায় উদ্বুদ্ধকরণ র‌্যালি

| শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এলাকায় কোভিড-১৯ গণটিকা কার্যক্রম বাস্তবায়নে নগরীর ৪১টি ওয়ার্ডে র‌্যালিসহ ট্রাক, সিএনজির মাধ্যমে আগামীকাল থেকে ব্যাপক প্রচার-প্রচারণা করা হবে। ক্যাম্পেইনে ১২বছর বা তদুর্ধ্ব বয়সের জনগোষ্ঠীকে রেজিষ্ট্রেশন বা টিকা কার্ড না থাকলেও শুধুমাত্র লাইন লিষ্টিং করে টিকা দেওয়া হবে। এই কর্মসূচির পাশাপাশি ২য় ডোজ ও বুষ্টার ডোজ প্রদান কার্যক্রমও চলবে। প্রচারণার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে চসিকের উদ্যোগে এক র‌্যালির আয়োজন করা হয়। মেয়র মো. রেজাউল করিম চৌধুরী র‌্যালির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।
উদ্বোধন শেষে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৪১টি ওয়ার্ডে প্রায় ২লাখ টিকা প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গণটিকা কর্মসূচির আওতায় প্রতি ওয়ার্ডে সাড়ে চার হাজার নাগরিককে করোনা টিকা প্রদানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ৫টি টিকা কেন্দ্র থেকে এই কর্মসূচি চালানো হবে। ২৬ফেব্রুয়ারি গণটিকা কার্যক্রমে টিকা নিতে কোন রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র লাগবেনা। নগরীতে স্থাপিত টিকা সেন্টারসমূহে শৃঙ্খলার সাথে টিকা গ্রহণ করতে মেয়র সকলের সহযোগিতা কামনা করেন। র‌্যালিতে লিফলেট ও মাইকিংয়ের মাধ্যমে গণটিকার প্রচার-প্রচারণা চালানো হয়। তাছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আন্দরকিল্লা ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, আলকরণ সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল, মোস্তফা হাকিম কলেজ উত্তর কাট্টলী, রহমানিয়া উচ্চ বিদ্যালয়, বন্দর হাসপাতাল হামজারবাগ, জিইসি কনভেনশন হল, অফিসার্স ক্লাব-নেভাল এভিনিউ, এমএ আজিজ স্টেডিয়াম, রোজ গার্ডেন কমিউনিটি সেন্টার পুরাতন চান্দগাও’তে বুষ্টার ডোজের টিকা প্রদানের কথা উল্লেখ করা হয়। অপরদিকে গতকাল সকালে ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে এক র‌্যালি বের হয়। এতে উপস্থিত ছিলেন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, আওয়ামী লীগ নেতা আবদুল হালিম দোভাষ ও মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজারবাইজানে বাংলাদেশি ছাত্রী খুন
পরবর্তী নিবন্ধসাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের অবস্থা সংকটাপন্ন