গণছাঁটাইয়ের অভিযোগে টুইটারের বিরুদ্ধে মামলা

| শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ৭:০৮ পূর্বাহ্ণ

পর্যাপ্ত নোটিশ না দিয়ে কর্মরত অর্ধেক কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করায় জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কোম্পানিটির কর্মীরা বলছেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আইন না মেনে টুইটার গণছাঁটাই করতে যাচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোর ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়। এ নিয়ে টুইটারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
টুইটার জানিয়েছে, শুক্রবারই ছাঁটাই হওয়া কর্মীদের ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ৪৪ বিলিয়ন ডলার দিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে এখন খরচ কমানোর পরিকল্পনা করছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ক্যালিফোর্নিয়ার শ্রম আইন অনুযায়ী, গণছাঁটাইয়ের ৬০ দিন আগে কর্মীদের নোটিশ দিতে হবে। এ ঘটনায় টুইটারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: ব্লুমবার্গ

পূর্ববর্তী নিবন্ধপ্রথম বিভাগ ফুটবলে বাকলিয়া-পটিয়া ম্যাচ ড্র
পরবর্তী নিবন্ধপশ্চিম তীর-জেরুজালেমে ৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল