গণকবর আর লাশে ভর্তি গাজার আল শিফা হাসপাতাল

| বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৯:২৮ পূর্বাহ্ণ

গাজা সিটির সবচেয়ে বড় হাসপাতাল আলশিফায় দ্বিতীয়বারের মতো অভিযান শেষে ইসরায়েল গত ১ এপ্রিল সেখান থেকে সেনা প্রত্যাহারের পর ধ্বংসস্তূুপের মধ্যে লাশের গন্ধে স্তব্ধ ফিলিস্তিনিরা। সম্প্রতি কয়েক সপ্তাহে হাসপাতাল চত্বরটিতে ৪টি গণকবর আবিস্কৃত হয়েছে যেখানে কয়েকশ মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি অনুসন্ধানী দল। গাজায় গত আট মাসের যুদ্ধে বারবার ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হয়েছে হাসপাতালগুলো। ইসরায়েলের দাবি, গাজার হাসপাতালগুলোকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। যদিও এ দাবি বরাবরই অস্বীকার করে আসছে হামাস। কিন্তু গাজার একসময়কার সবচেয়ে বড় এবং সর্বোত্তম আধুনিক চিকিৎসা সুবিধাযুক্ত হাসপাতাল আলশিফায় ইসরায়েল যে তাণ্ডব চালিয়েছে, তা বলতে গেলে সবচেয়ে নাটকীয়। হামাস আলশিফা প্রাঙ্গণে নতুন করে সংগঠিত হয়েছে এমন দাবি করে ইসরায়েল হাসপাতালটিতে দুই সপ্তাহের আকস্মিক অভিযান চালায়। ইসরায়েল সরকার এ অভিযানকে ‘সুনির্দিষ্ট এবং সার্জিক্যাল’ (বেসামরিক মানুষ ও অবকাঠামোর ক্ষতি ছাড়াই নির্দিষ্ট সামরিক লক্ষ্যে আক্রমণ) বলে বর্ণনা করেছিল। এ অভিযানে ২শ সন্ত্রাসীকে হত্যার পাশাপাশি ৯০০ সন্ত্রাসীকে ধরা হয়েছে এবং কোনও বেসামরিক নাগরিকেরই মৃত্যু হয়নি বলে দাবি করেছেন ইসরায়েল সরকারের মুখপাত্র। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। আলশিফা প্রাঙ্গণে বালির মধ্য থেকে বেরিয়ে আসা একের পর এক পচা গলা মৃতদেহ ইসরায়েলের ওই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। ফিলিস্তিনের এক সিভিল ডিফেন্স কর্মী, রামি দাবাবেশ গত ৮ মে বিবিসিকে বলেন, আমরা গণকবর খুঁড়েছি। সেখান থেকে পাওয়া বেশিরভাগ মরদেহেই পচন ধরেছে। সেগুলো শনাক্ত করা যাচ্ছে না। তিনি বলেন, আমরা নারী, শিশু এবং মাথাবিহীন মানুষের মৃতদেহ এবং শরীরের টুকরো টুকরো অংশ খুঁজে পেয়েছি। ফরেনসিক সরঞ্জাম এবং বিশেষজ্ঞের অভাব থাকায় উদ্ধারকর্মীরা দেহাবশেষ শনাক্ত ও নথিভুক্ত করতে ছবি ও ভিডিও ব্যবহার করেছে। ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের পরিচালক মোহাম্মদ মুগির জানান, কিছু মৃতদেহে মৃত্যুদণ্ড কার্যকরের চিহ্ন, বাঁধার চিহ্ন, মাথায় গুলির চিহ্ন এবং অঙ্গপ্রত্যঙ্গে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।

আলশিফায় সম্প্রতি পাওয়া মৃতদেহগুলোর মধ্যে কিছু মৃতদেহ ইসরায়েলের সর্বশেষ সামরিক অভিযানের সময় মারা যাওয়া রোগীদের। অনুসন্ধান কাজে নিয়োজিত এক চিকিৎসাকর্মী বলেছেন, কোনও কোনও মৃতদেহে ক্যাথেটার লাগানো ছিল।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজার আলশিফা এবং নাসের হাসপাতালে গণকবর আবিষ্কারের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সেখানকার অভিযানে ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধাপরাধ খতিয়ে দেখতে তারা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মিলে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলের বিমান হামলা ও গোলা, নিহত ১৯
পরবর্তী নিবন্ধ৪৬ চোরাই মোবাইলসহ ক্রয়-বিক্রয় চক্রের দুই সদস্য গ্রেপ্তার