২০২৪ সাল, বাংলাদেশের মানুষের জন্য নতুন এক অভিযাত্রা। গৌরবোজ্জ্বল এ বছর বিশ্ব ইতিহাসে বাংলাদেশ এক নতুন অংশ হয়ে থাকবে। ২০২৪ বাংলাদেশকে বিশ্বের বর্ষসেরা দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচার ও আধিপত্যবাদী আগ্রাসন থেকে মুক্ত হয়। জনতার এ অভ্যুত্থানই বিশ্বকে নতুন করে জাগিয়ে তুলেছে। ২০২৪ এর জুলাই–আগস্টের ইতিহাস আমাদের জাতীয় ইতিহাসে গৌরবের স্মারক হয়ে থাকবে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। বাংলাদেশ এ সময় সাংবিধানিক সংকটে পড়ে এবং এর তিন দিন পরে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে গঠিত হয় উপদেষ্টা পরিষদ।