গণঅভ্যুত্থানে নতুন অগ্রযাত্রা

| মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৯:১৩ পূর্বাহ্ণ

২০২৪ সাল, বাংলাদেশের মানুষের জন্য নতুন এক অভিযাত্রা। গৌরবোজ্জ্বল এ বছর বিশ্ব ইতিহাসে বাংলাদেশ এক নতুন অংশ হয়ে থাকবে। ২০২৪ বাংলাদেশকে বিশ্বের বর্ষসেরা দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচার ও আধিপত্যবাদী আগ্রাসন থেকে মুক্ত হয়। জনতার এ অভ্যুত্থানই বিশ্বকে নতুন করে জাগিয়ে তুলেছে। ২০২৪ এর জুলাইআগস্টের ইতিহাস আমাদের জাতীয় ইতিহাসে গৌরবের স্মারক হয়ে থাকবে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। বাংলাদেশ এ সময় সাংবিধানিক সংকটে পড়ে এবং এর তিন দিন পরে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে গঠিত হয় উপদেষ্টা পরিষদ।

পূর্ববর্তী নিবন্ধজুলাই-আগস্ট গণঅভ্যুত্থান
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন