আনোয়ারা উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের আনোয়ারী সিকদার হাট প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক কর্মী সমাবেশ জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকের সভাপতিত্বে ও মো. নাজিম শিকদারের সঞ্চালনায় গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন চৌধুরী আসফাক। তিনি বলেন, দীর্ঘ ষোল বছর বিএনপি সভা সমাবেশ মুক্তভাবে করতে পারেনি। গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঘরছাড়া ছিল। তারা তাদের জীবনের স্বাভাবিক কাজকর্ম পর্যন্ত করতে পারে নাই। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের বিজয় ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তব্য রাখেন মো. ইসহাক, মো. সাদেক, মো. শরিফ, আবু বক্কর, আব্দুল হামিদ তালুকদার, মো. শাহিন, জহির উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মামুন, নবু সওদাগর, সুলতান আহমদ, সোলায়মান, আব্দুস সবুর, মো. টিটু, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ ইউনুস, কামরুল ইসলাম, জাকের আহমদ, মো. ফয়েজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।