জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আনন্দ মিছিলে মানুষের ঢল নেমেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনস্থ মা-মনি হাসপাতাল সংলগ্ন মাঠ থেকে শুরু করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে থানা সংলগ্ন গ্রান্ড মাশাবী রেস্টুরেন্টের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন চৌধুরী সোহেল, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু।
এছাড়াও আনন্দ মিছিলে উপজেলার ৯ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীর স্বতস্ফূর্তভাবে আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।