গণঅধিকার পরিষদ বায়েজিদ থানা শাখায় আহ্বায়ক কমিটি ঘোষণা

| রবিবার , ৯ মার্চ, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর আওতাধীন বায়েজিদ থানা শাখায় ২৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক মো. ইউসুফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে মো: শাহিন রেজাকে আহ্বায়ক ও মীর ফখরুল ইসলামকে সদস্য সচিব ঘোষণা করা হয়। কমিটিতে আরো স্থান পেয়েছেন মোহাম্মদ হানিফ (সিনিয়র যুগ্ম আহবায়ক), মোঃ হানিফ ও মোঃ ফারদিন (যুগ্ম আহবায়ক), মোহাম্মদ আরিফ (সিনিয়র যুগ্ম সদস্য সচিব), মোঃ সালাউদ্দিন, মোহাম্মদ রহিম, মোহাম্মদ ফাহিম (যুগ্ম সদস্য সচিব)। কার্যকরি সদস্য হিসেবে স্থান পেয়েছেন মোঃ আলাউদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইমন, মোঃ শাকিল, মোঃ সাইদুল ইসলাম, মোহাম্মদ সাইফুল্লাহ, তামিম, মোঃ সাদ্দাম, মোঃ আমির হোসেন সামীর, মোঃ কাজল, মোঃ নুরুজ্জামান, মোহাম্মদ শুভ, মোঃ রানা, মোঃ আলী, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ সাকিব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন নম্বর বণ্টন
পরবর্তী নিবন্ধআক্রমণের মুখে নারীর অধিকার, পাল্টা লড়াই করতে হবে আমাদের : জাতিসংঘ মহাসচিব