গণঅধিকার পরিষদ নেতার ওপর হামলা : গ্রেপ্তারের ১০ ঘণ্টা পর দুজনের জামিন

| মঙ্গলবার , ৭ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৪ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য দেওয়ার সময় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় দুজন গ্রেপ্তার হলেও ১০ ঘণ্টা পরই তারা জামিনে ছাড়া পেয়েছেন। গতকাল সোমবার বেলা আড়াইটায় তাদের আদালতে হাজির করা হলে শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম মাহবুবুল আলম তাদের জামিনের আদেশ দেন। এদিন ভোর ৪টায় রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এলাকা থেকে কোরবান শেখ হিল্লোল (৩৫) ও আবীর আহমেদ মো. শরীফ (২৭) নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত বলেন, ফারুককে হত্যাচেষ্টার মামলায় তাদের পরে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা, শাহবাগ থানার এসআই প্রশান্ত কুমার সাহা। খবর বিডিনিউজের। আসামিপক্ষে অতিরিক্ত পিপি শেখ শওকত হোসেনসহ কয়েকজন আইনজীবনী জামিন আবেদন করেন। শুনানি নিয়ে ৫০০ টাকা মুচলেকায় বিচারক জামিন মঞ্জুর করেন। শহীদ মিনারে গত শনিবার জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ সহ সভাপতি ও মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
পরবর্তী নিবন্ধআবদুল্লাহ মো. নিজামী