গণঅধিকার পরিষদের দ্বিতীয় ধাপের প্রার্থী ঘোষণা

চট্টগ্রাম বিভাগে যারা মনোনয়ন পেয়েছেন

| শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ৯:০০ পূর্বাহ্ণ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার পরিষদ দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক মো. রাশেদ খান আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন। এ সময় দলের সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, হাবিবুর রহমান রিজু ও যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খবর বাসসের।

চট্টগ্রাম বিভাগে যারা মনোনয়ন পেয়েছেন : সাকিব হোসাইন (খাগড়াছড়ি), মো. নিজাম উদ্দিন (চট্টগ্রাম), রবিউল হাসান তানজিম (চট্টগ্রাম), মাইনুল ইসলাম রুবেল (চট্টগ্রাম), মো. শোয়েব (চট্টগ্রাম), মো. বেলাল উদ্দিন (চট্টগ্রাম), মো. লুৎফর

হায়দার (চট্টগ্রাম), কামরুন নাহার ডলি (চট্টগ্রাম), আরিফ মাহমুদ (চট্টগ্রাম১০), মুহাম্মদ নেজাম উদ্দিন (চট্টগ্রাম১১), এমদাদুল হাসান (চট্টগ্রাম১২), মো. মুজিবুর রহমান চৌং (চট্টগ্রাম১৩), মো. নাসির উদ্দিন (চট্টগ্রাম১৫), মো. আবুল বাশার বাদশা (রাঙামাটি২৯৯) এবং এস. এম. রোকনুজ্জামান খান (কঙবাজার)

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু নতুন আক্রান্ত ২৫
পরবর্তী নিবন্ধ‘আমাকে যারা চিনে না, তারা এখনো মাটির নিচে বসবাস করে’