গণঅধিকার পরিষদের জুলাই পদযাত্রা

| শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

জুলাই গণহত্যার বিচারের দাবিতে জুলাই পদযাত্রা করেছে গণঅধিকার পরিষদ চট্টগ্রাম জেলা। নগরীর বহদ্দারহাট মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুই নং গেট মোড়ে এসে পদযাত্রাটি শেষ হয়। এতে উপস্থিত বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারে আশানুরূপ কোন অগ্রগতি করতে পারেননি।

জনগণের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন বলেনপ্রশাসনের মধ্যে এখনো আওয়ামী প্রেতাত্মারা ভর করে আছে, প্রশাসন পূর্বের ন্যায় এখনো একটি নির্দিষ্ট দলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। পদযাত্রায় আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন্নাহার ডলি, সহ নারী বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার, সহ ক্ষুদ্র ও নৃগোষ্ঠী বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন আকাশ, পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, চট্টগ্রাম মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, অর্থ সম্পাদক সেকান্তর হোসেন সানি, উত্তর জেলার সাবেক সদস্য সচিব হাসান তারেক, দক্ষিণ জেলার আহ্বায়ক ডাঃ এমদাদ হোসেন, সদস্য সচিব এডভোকেট আরিফুল হক তায়েফসহ চট্টগ্রাম জেলার ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম উত্তর-দক্ষিণ জেলার কাউন্সিল আজ
পরবর্তী নিবন্ধখানাখন্দে জর্জরিত বোয়ালখালীর বেঙ্গুরা ডিসি সড়ক