গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বার্ষিক আয় ২০ লাখ টাকার বেশি। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার সম্পদের পরিমাণ কোটি টাকার কাছাকাছি।
নুরের আয়ের উৎস ব্যবসা, ব্যাংকে রাখা সঞ্চয় ও পুঁজিবাজারে বিনিয়োগ। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী–৩ আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সঙ্গে দেওয়া হলফনামায় এ তথ্য দিয়েছেন ডাকসুর সাবেক এই ভিপি। বিএনপির জোটের প্রার্থী হিসেবে সোমবার গলাচিপার সহকারী রিটার্নিং অফিসার মাহামুদুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন নুর। খবর বিডিনিউজের।
সরকারি চাকরির কোটা সংস্কারের আন্দোলনের অভিজ্ঞতায় রাজনীতিতে আসা নুরের হলফনামার তথ্য বলছে, তার কাছে নগদ রয়েছে ২৮ লাখ ৩৮ হাজার ২১৭ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার সঞ্চয় হিসাবে জমা আছে ২ লাখ ৮৯ হাজার ৩১৩ টাকা।
নুরের শেয়ারে বিনিয়োগ রয়েছে ২ লাখ ৭৫ হাজার টাকা, আর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অন্যান্য আমানতের পরিমাণ দেখানো হয়েছে ৫৫ লাখ ৮০ হাজার ৩১১ টাকা। স্থাবর সম্পত্তির বিবরণে বলা হয়েছে, নুরের নামে ৮২ শতাংশ কৃষিজমি রয়েছে, অর্জনকালে যার মূল্য ছিল ৬১ হাজার টাকা। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তিনি সবশেষ করবর্ষের আয়কর বিবরণীতে ৯০ লাখ ৪৩ হাজার ৮৪১ টাকার সম্পদের তথ্য দেওয়ার বিষয়টি হলফনামায় তুলে ধরেছেন। নুর আয়কর দিয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৫১২ টাকা। তার ৩ লাখ ৮৮ হাজার ১৬০ টাকা দেনা থাকার তথ্যও দিয়েছে তিনি। ১৯৯৪ সালের ৩০ জানুয়ারি জন্ম নেওয়া নুরুল হক শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে বিএ (সম্মান)। তার স্থায়ী ঠিকানা পটুয়াখালীর গলাচিপা উপজেলা চর বিশ্বাস, বর্তমান ঠিকানা গলাচিপার মসজিদ মহল্লা।
হলফনামায় তার বিরুদ্ধে চলমান ছয়টি মামলা রয়েছে বলে নুর বলেছেন। তার আগে দায়ের হওয়া আটটি মামলার সবগুলো থেকে অব্যাহতি পাওয়ার তথ্য দিয়েছেন তিনি। স্ত্রী মারিয়া আক্তারের পেশা শিক্ষকতা দেখিয়েছেন, তবে কোনো স্বর্ণালঙ্কারের তথ্য দেননি দুই মেয়ে ও এক ছেলের জনক নুর। হলফনামায় স্থাবর ও অস্থাবর মিলিয়ে স্ত্রীর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ তিন একর কৃষি জমির অর্জনকালীন মূল্য ১০ লাখ টাকা বলা হয়েছে। আর অস্থাবর ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকার সম্পদের মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৮৭৭ টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত থাকার তথ্য দিয়েছেন নুর। হলফনামা অনুযায়ী, নুরের স্ত্রী মারিয়ার নগদ রয়েছে ৩০ হাজার ৯৪১ টাকা, আসবাব রয়েছে ১ লাখ টাকার। নুর তার স্ত্রীর বার্ষিক আয় দেখিয়েছেন ১ লাখ ৯১ হাজার ৮৮০ টাকা।











