দৃষ্টি স্কুল অব ডিবেটের ২৯তম ব্যাচের উদ্বোধন গতকাল শনিবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন সংসদ সদস্য নোমান আল মাহমুদ। অতিথি ছিলেন চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়ো টেকনোলজি বিভাগের প্রফেসর ড. আদনান মান্নান ও দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুল। দৃষ্টির সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, সিনিয়র সহ–সভাপতি বনকুসুম বড়য়া নুপুর, সহ সভাপতি শহিদুল ইসলাম, সাবের শাহ, যুগ্ম সম্পাদক রিদোয়ান আলম আদনান। স্বাগত বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার।
উদ্বোধক সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেন, যুক্তি, বুদ্ধিদীপ্ত উত্তর, গঠনমূলক পর্যালোচনা–সমালোচনার আসরই হলো বিতর্ক। আর যুক্তিহীন, অমর্যাদাপূর্ণ উপস্থাপনের মাধ্যমে নিজের মতামতের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টাই তর্ক। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে তলাবিহীন ঝুড়ি খ্যাত একটি দেশকে আজ অনেক দেশের উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন তা এক কথায় অকল্পনীয়। একজন বিতার্কিক অন্য যেকোনো সাধারণ মানুষ থেকে নিজেকে আলাদা করে তুলে ধরতে সক্ষম।
প্রফেসর ড. আদনান মান্নান বলেন, বাংলাদেশের বিতার্কিকরা পৃথিবীর নামকরা সকল কোমপানিতে সাফল্যের নিজ নিজ জায়গা থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, যার মাধ্যমে তারা বাংলাদেশের নাম উজ্জ্বল করছে।
মাসুদ বকুল বলেন, ৩১ বছর ধরে দৃষ্টি শুধু বিতার্কিক নয়, যুক্তির আলোতে আলোকিত সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সাইফ চৌধুরী বলেন, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও পরমতসহিষ্ণুতা শিক্ষা দেয় বিতর্ক। শুরুতে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান অতিথিসহ দৃষ্টির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।