গজলের মূর্ছনায় দর্শক মাতালেন শিল্পী শাহজাহান খান

| মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:২৬ পূর্বাহ্ণ

নগরীর জিউসি মোড় কপার চিমনিতে গত রোববার প্রখ্যাত গজল শিল্পী শাহজাহান খানের মুগ্ধতা জাগানিয়া একক পরিবেশনায় অন্যরকম এক সন্ধ্যা কাটায় দর্শকশ্রোতারা। যন্ত্র শিল্পীরাও চেষ্টা করেছেন মূল গানের মিউজিকের সাথে যতটুকু সম্ভব সামঞ্জস্য রেখে হারমোনিয়াম, তবলা, সেতার ও অন্যান্য বাদ্যযন্ত্র বাজানোর এবং শব্দ নিয়ন্ত্রণের। ইউনিক হোল্ডিংয়ের আয়োজনে গজল সন্ধ্যায় শিল্পী শাহজাহান বাংলা, উর্দু, হিন্দি ভাষায় ২৫টির মতো কালজয়ী গজল পরিবেশন করেন। ফটিকছড়ির সন্তান শিল্পী শাহজাহান খান দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে গজল সংগীতের অভিজাত ধারা দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছেন। দেশসেরা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ নিয়াজ মুহাম্মদ চৌধুরীর হাতে সঙ্গীতের তালিম নেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ প্রবাস জীবনে পাকিস্তান ও ভারতের প্রখ্যাত শিল্পীদের সাথে গজল পরিবেশন করে নিজের সুনামসুখ্যাতি উপমহাদেশে ছড়িয়ে দিতে সক্ষম হন। উস্তাদ মেহেদী হাসান, মুহম্মদ রফি, উস্তাদ গুলাম আলী খান, জগজিৎ সিং, হেমন্ত মুখোপাধ্যায়, নিয়াজ মুহাম্মদ চৌধুরী, পঙ্কজ উদাস, মান্না দে’র সুরে গজল পরিবেশের পাশাপাশি নিজের কথা ও সুরের মরমি এবং মাইজভান্ডারি গানও পরিবেশন করেন তিনি। গজলের ফাঁকে ফাঁকে শায়েরি শুনিয়েও দর্শকদের আনন্দ দেন শিল্পী শাহজাহান খান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্রের পূর্বশর্ত নির্বাচন
পরবর্তী নিবন্ধ‘ইত্যাদি’ এবার ভোলার চরফ্যাশনে