মীরসরাইয়ে খড়ের গাদায় পাওয়া গেছে ৫০টি বিষাক্ত সাপের বাচ্চা। গত রোববার উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের রাজা মিয়া চেয়ারম্যানের বাড়ির একটি খড়ের গাদা থেকে এসব সাপের বাচ্চাগুলো উদ্ধার করেন আলিম উল্লাহ নামের এক ব্যক্তি।
উদ্ধারকারী আলিম উল্লাহ জানান, প্রতিদিনের মতো নিজেদের গরুর জন্য খড় আনতে যাই বাড়ির সামনে খড়ের গাদায়। এ সময় একটি ত্রিপল উল্টে খড় টানতে গেলে সাপের বাচ্চাগুলো লাফালাফি করতে থাকে। পরে চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে ডাকলে তারা ছুটে আসেন। বিষাক্ত দাঁড়াশ সাপের প্রায় ৫০টি বাচ্চা কখন কোথায় থেকে এলো তা বুঝে উঠতে পারছি না। ধারণা করছি সাপের বাচ্চাগুলোর বয়স একমাস হবে। আলিম উল্লাহর ছেলে রিফাত চৌধুরী বলেন, আমার আব্বু রবিবার সকালে বাড়ির সামনে গরুর জন্য খড় আনতে যায়। এসময় তার চিৎকারে আমরা ছুটে গিয়ে দেখতে পাই সাপের বাচ্চাগুলো এদিক–ওদিক ছোটাছুটি করছে। পরে স্থানীয়দের সহযোগিতায় সেগুলো মেরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ বিষয়ে মীরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ জানান, মায়ানীতে সাপের বাচ্চা উদ্ধারের বিষয়টি পরে শুনেছি। খড়ের গাদায় হয়তো কোন সাপ ডিম পাড়ার কারণে বাচ্চার জন্ম হয়েছে।