খ্যাতিমান চিকিৎসক ডা. এম এ রউফের ইন্তেকাল

| বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের চিকিৎসা অঙ্গনের খ্যাতিমান প্রবীণ চিকিৎসক ডা. এম এ রউফ গত ৫ জানুয়ারি সোমবার দুপুর ১ টায় বার্ধক্যজনিত কারণে তাঁর কাজীর দেউড়িস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। দুই পুত্র, পুত্রবধু, কন্যা, জামাতা, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। উল্লেখ্য, ১৯৩২ সালে চট্টগ্রাম নগরীর ঘাটফরহাদবেগে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। চট্টগ্রামে শিক্ষাজীবন শেষে তিনি ১৯৬০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাকালীন চিকিৎসক এবং নগরীর পিপলস হাসপাতালের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন।

দীর্ঘ ৫০ বছর ধরে তিনি নিষ্ঠাবান, সুচিকিৎসক হিসেবে কর্মময় জীবন অতিবাহিত করেছেন। গত ৬ জানুয়ারি জানাজা শেষে ঈদগাঁ নজির আহমদ চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগভীর রাতে জেলেপল্লীতে শীতার্তদের পাশে জেলা প্রশাসক
পরবর্তী নিবন্ধদাম কমল জেট ফুয়েলের