চোখের পাতায় মুগ্ধতা আার চোখের পাতায় ঘোর
পাতায় পাতায় আলোর নাচন রোদ ঝলোমল ভোর
বাইরে যেতে আমার ভেতর তাই এতো তোড়জোড়।
শিউলিফুলের গন্ধে আমার মনটুকু যায় ভরে
এমন সময় কেউ ঘুমিয়ে থাকতে কি চায় ঘরে ?
বাইরে গেলেই মনটা আমার যায় হয়ে ঝরঝরে।
আমায় দেখে পাখ-পাখালির কী একটা উচ্ছ্বাস
যে যার মতো গান করে আর যায় করে ফিসফাস
উথলে ওঠা খুশির জোয়ার হয় না তো আর হ্রাস ?
বলি যে তাই যে যা-ই ভাবুক, বলুকনা একগুঁয়ে
তাই বলে কি সাত-সকালে থাকবো আমি শুয়ে ?
চপল হাওয়া এসেই আমার কপোলটা যায় ছুঁয়ে।
বুঝতে পারি কাঁশের বনে পড়ছে এখন সাড়া
দেখতে হবে স্বচক্ষে তাই আমার এমন তাড়া
সকালটা তো জমবে না আর সত্যি আমায় ছাড়া ।
তাইতো আামি কী আর থামি ? আমার মতোন ছুটি
ফুলের সাথে পাখির সাথে বাঁধি প্রাণের জুটি
বাতাস আমার শরীর জুড়ে যায় কেটে খুনসুটি।
মনের মাঝে কীই যে বাজে, যায় বেজে একটানা
স্বভাব যখন এমন আমার করবে কে আর মানা
ঠিক সময়ে ফিরব ঘরে মা’র আছে তা’ জানা ।
দিনের শেষে মুগ্ধাবেশে যেই আমি ঠিক ফিরি
বাতাস তখন বয় শন্ শন্ নয়তো ঝিরি ঝিরি
মনের সাথে লাগাই আমি কল্পলোকের সিঁড়ি ।
কল্পনাতে যাই ছুঁয়ে সেই আনন্দ আসমান
সুরের টানে বাহির পানে মন থাকে টান টান
মনটা আমার যায় গেয়ে রোজ খোলা হাওয়ার গান।