ডলার নিয়ে হাহাকারের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সহায়তা দিতে আরও ৭ কোটি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। তাতে খোলা বাজারে যুক্তরাষ্ট্রের মুদ্রার সংকট কমানো যায়নি। সপ্তাহের শেষ দিন গতকাল বৃহস্পতিবার খোলা বাজারে ডলার বিক্রি হয়েছে ১০২ টাকা ৪০ পয়সায়। যা টাকার বিপরীতে ডলারের সর্বোচ্চ বিনিময় হার। খবর বিডিনিউজের।
আমদানির চাহিদার বিপরীতে রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ তুলনামূলক কম হওয়ায় ডলার সংকটে ভুগছে দেশের বৈদেশিক বাণিজ্যের লেনদেন। বৃহস্পতিবার চাহিদা মত ডলার পেতে ব্যাংকগুলো আন্তঃব্যাংক লেনদেনে আগের দিনের চেয়ে দর বাড়িয়ে প্রস্তাব করে।
তাতে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের মান আরো ৫০ পয়সা বেড়ে ৯৩ দশমিক ৯৫ টাকা থেকে ৯৪ দশমিক ৪৫ টাকা হয়। আর আন্তঃব্যাংক ও খোলা বাজারে ডলারের বিনিময় হারের পার্থক্য দাঁড়ায় সাড়ে ৮ টাকা। অতীতে যা সর্বোচ্চ ৫ টাকায় উঠেছিল।
পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ তুলে ধরে মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, আজও ব্যাংকগুলোর কাছে ৭০ মিলিয়ন (৭ কোটি) ডলার বিক্রি করা হয়েছে ৯৪ দশমিক ৪৫ টাকায়।