খোয়াবী

মো: হাসিবুল আলম | বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৪৩ পূর্বাহ্ণ

প্রিয়তমা, আমি তোমার শিয়রে,

কপালে চুমু এঁটে যাই মায়া আর ঘামের।

স্বপ্নের জরায়ুতে ফুটছে আমাদের আগামী।

তুমি জননী,

পেলব গোলাপি স্পর্শে স্তন ঋজু, পানরত ভোর।

প্রিয়তমা আমদের প্রেম, আমাদের বিপ্লব,

বদ্বীপ জুড়ে স্বপ্নবান, তড়িৎ জেগে উঠা প্রেম দুপুর।

আমার ধবল বিশ্বাস সবল সঙ্গম জোর,

তোমার প্রবল সুফলা প্রসব উল্লাস শোর।

খসে পড়ে মেঘ প্রজন্ম বৃষ্টি।

আহ কিন্নর, কী তান, কী সৃষ্টি!

পূর্ববর্তী নিবন্ধনীল চোখের কিশোর
পরবর্তী নিবন্ধবাজারে সংস্কার