খোকা যেভাবে হলেন বঙ্গবন্ধু

মুক্তিযুদ্ধের প্রজন্মের মুক্ত আলোচনা

| বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩০ পূর্বাহ্ণ

খোকা, শেখ মুজিব, গণমানুষের শেখ মুজিব থেকে বাঙালি জাতির জনক ‘বঙ্গবন্ধু’ হওয়ার ঐতিহাসিক দিন ৬৯-এর ২৩ ফেব্রুয়ারি। দিনটি স্মরণে মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে ‘শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ’ শীর্ষক মুক্ত আলোচনা সভা গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেন, সুচিন্তিত গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় জনযুদ্ধের মাধ্যমে একটি জাতির স্বাধীনতা অর্জন ও দেশ সৃষ্টির অনবদ্য নজির স্থাপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। ছোট দেশের হয়েও সমকালীন বিশ্বে আজ অদ্বিতীয় জাতীয়তাবাদী নেতার আসনে অধিষ্ঠিত তিনি। বিশ্বব্যাপী বঙ্গবন্ধু নাম আজ সর্বজনীন ও সমাদৃত।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী। অ্যাডভোকেট সাইফুন্নাহার খুশীর সঞ্চালনায় অতিথি আলোচক ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দীন, জাসদের জেলা সভাপতি নুরুল আলম মন্টু, মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি ডা. সরফরাজ খান চৌধুরী, দিলোয়ারা ইউসুফ, ফোরকান উদ্দিন আহমেদ, চবি শিক্ষক ড. ওমর ফারুক রাসেল, বাদশা মিয়া, গৌরীশংকর চৌধুরী, অ্যাডভোকেট ইফতেখার রাসেল, ডা. ফজলুল হক সিদ্দিকী, মো. নাজিম উদ্দিন, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, কামাল উদ্দিন, অ্যাডভোকেট সৈকত দাশগুপ্ত ও ডা. চন্দন দত্ত। আলোচনায় অংশ নেন গিয়াস উদ্দিন, রাজীব চন্দ, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, নুরুল হুদা, মোস্তাফিজ বিপ্লব, কোহিনুর আকতার, নবী হোসেন সালাউদ্দিন, নাসির আলী পান্না, ডা. শওকত ইমরান, শীলা চৌধুরী, শামসুল আলম, হাছান মুরাদ, শফিকুর রহমান, সোহেল ইকবাল, আবদুর রহীম, নাসির উদ্দিন, নুসরাত জাহান, ডা. আন্না বিশ্বাস, ইমরান সজল ও আঁচল চক্রবর্তী। প্রবন্ধ পাঠ করেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশকে কাঙ্ক্ষিত সমৃদ্ধির পথে নিয়ে যাবে যুব সমাজ
পরবর্তী নিবন্ধসাংবাদিক মুজাক্কিরের খুনিদের গ্রেপ্তার দাবি