খোকা যাবে অচিনপুর

নকুল শর্ম্মা | বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

বাণিজ্যেতে যাবে খোকন দূরে অচিনপুর,

পাড়ি দেবে তেরো নদী গহীন সমুদ্দুর।

স্বপ্ন রাজ্যে যাবে খোকন কিনবে হীরাপান্না,

মাকে বলছে তাড়াতাড়ি করতে রান্নাবান্না।

অনেক দূরের দেশে যাবে সইছে না আর দেরি,

সঙ্গে নেবে দেশি পণ্য করতে হবে ফেরি।

দেশি পণ্য বদল করে আনবে অন্য কিছু,

এসব কথা শুনছে দাদু মাথা করে নিচু।

বলছে দাদু শোনরে খোকন বলছে তোকে কে?

এখন কী আর আছে সেদিন মনটা পড়ায় দে।

পড়াশোনা শেষ করে তুই যাবি রে বিদেশে,

নামিদামি ডিগ্রি নিয়ে আসবি ফিরে দেশে।

বাড়বে তখন দেশের গৌরব তুইই হবে রত্ন,

সবাই তখন ধন্য বলবে করবে আদর যত্ন।

পূর্ববর্তী নিবন্ধশালিক পাখির কষ্ট
পরবর্তী নিবন্ধদৃষ্টি নোবেল বিজ্ঞান বক্তৃতা ১৬ নভেম্বর