খোকার রক্ত দামে

আহসানুল হক | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫৮ পূর্বাহ্ণ

একাত্তরের যুদ্ধ দিনে

চুপ থাকেনি খোকা

চোখ দুটোতে বারুদ ছিল

ভীষণ যে একরোখা !

ভয়ভীরুতায় হয়নি কাবু

যায়নি কভু দমে

পাকহানাদার দেয় হটিয়ে

বীরত্ব বিক্রমে !

মায়ের সম্ভ্রম চায় বাঁচাতে

দিদির সিঁদুর মান

যায় ভুলে যায় জীবনমায়া

ঘরের পিছুটান !

একটা গুলি এসে হঠাৎ

লাগলো খোকার বুকে

বাঁ হাতে বুক চেপে ধরে

শত্রু তবু রুখে !

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধে গেলো ভাইটি আমার
পরবর্তী নিবন্ধস্বাধীনতায়