রূপার পালক দিয়ে গেল
খোকার পোষা ময়না,
পালক দিয়ে লিখবো ছড়া
”খোকার যতো বায়না।”
খোকার চাই অনেক কিছু
লাগবে জাদুর আয়না,
ছোট্ট ব্যাটে খোকার নাকি
ছক্কা মারা যায় না।
রং বেরঙের পেন্সিল চাই
আঁকবে কতো ছবি,
নীল জাহাজ,ছোট্ট রকেট
আকঁবে খাতায় সবই।
লাগবে ঘুড়ি বিশাল বড়ো
উড়বে ছাদে বাতাসে,
খোকার বায়না বাড়ে শুধু
স্বপ্ন ছোঁয় আকাশে।