খোকার নিদ্রা

কনক কুমার প্রামানিক | বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ at ৫:৩২ পূর্বাহ্ণ

সুখের নিদ্রা ছুঁয়ে যাক

ক্লান্ত সকল প্রাণে,

খোকার চোখে ঘুম আসুক

ঘুমপাড়ানি গানে।

সবার কষ্ট দূরে যাক

দু’চোখ ঘুম বানে,

নতুন সকাল ফিরে আসুক

পাখপাখালির গানে।

ঘুমপাড়ানি মাসিপিসি

আসুক সবার বাড়ি,

ঘুম যদি সে না দিয়ে যায়

তার সাথে আড়ি।

গল্প গানে আসবে ঘুম

বাবুর দু’চোখে,

মধুর স্বপ্নে বিভোর হবে

নিষ্পাপ তার মুখে।

পূর্ববর্তী নিবন্ধবাঁধন ছেঁড়া পাখি
পরবর্তী নিবন্ধময়না পাখি