পড়ার সময় হুমড়ি খেয়ে
ঝিমায় ঘুমে খোকা,
চোখে জলের ছিটা দিয়েও
যায় না তাকে রোখা।
কথায় খোকা বড্ড পাকা
খেলায় দারুণ চোখা,
দুষ্টুমিতেও নেই তো জুড়ি
নয়তো বোকাসোকা।
আদব কায়দায় ন অতি
কথাতে নাই ধোকা,
ছিপছিপে তার গড়ন তবু
নয়তো রোগাশোকা।
পাশেই বসে পড়ছে খুকি
বইয়ের বড্ড পোকা,
ঘুমের জন্য খোকা খেলো
মায়ের কাছে বকা।