খোঁজো কাকে?
সুখ, তৃপ্তি, উচ্ছ্বাস?
সেতো ক্ষণস্থায়ী অনুভব
দোলাবে ভুলাবে মন
ভাসবে জীবন দোদুলদোল
হারিয়ে যাবে অনন্তর।
খোঁজো কাকে?
সম্পদ,সামর্থ,সফলতা?
সেতো মরিচীকার পিছে ছোটা
সূর্য পড়বে হেলে
পুব পশ্চিমের খেলায়
অযথা অলসতায় বিকেল বেলা।
খোঁজো কাকে?
প্রিয়জন, ভালোবাসা, প্রিয়ার মুখ?
স্বার্থের মায়া নগরীতে
বসবাস জীবনযাপন
ছিড়ে যাবে সব বন্ধন
রয়ে যাবে স্মৃতিকথা আলিঙ্গন।
খোঁজো কাকে?
পরমাত্মা, সৃষ্টির উৎস, রব?
যত খুঁজবে তত বুঝবে
হেঁটে যাবে গহীন নিলাদ্রী
স্বর্গীয় আলো নহরসমুহ
নির্মল পানির সালসাবিল।