খৈয়াছড়া ঝরনার দুর্গম পাহাড়ে ঘুরতে গিয়ে পথ হারিয়ে আটকে পড়ে ৬ পর্যটক। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গত বৃহস্পতিবার রাত ১১টায় পাহাড়ের ভেতর দুই ঘণ্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে থানা পুলিশ।
উদ্ধারকৃত পর্যটকরা হল ঢাকা জেলার মিরপুর শেওরাপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে মো. আল আমিন (১৮), আমির হোসেনের ছেলে মুকিদ আহম্মদ শুভ্র (১৭), আব্দুর রাজ্জাকের ছেলে ওমর ফারুক (১৮), মহিউদ্দিন দেওয়ানের ছেলে নাঈম আহম্মদ তামিম (২০), পশ্চিম শেওরাপাড়া এলাকার মো. তোফাজ্জেল হোসেনের ছেলে তানভীর হাসান (২০) ও মো. শামছুদ্দিন বেপাড়ীর ছেলে আনিছুর রহমান অনিক (১৮)।
এ ব্যাপারে মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, খৈয়াছড়া ঝরনার দুর্গম পাহাড়ে আটকে পড়া ৬ পর্যটককে উদ্ধার করেছে মীরসরাই থানা পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পাহাড়ের ভেতর প্রায় ২ ঘণ্টা অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়।
তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এভাবে অসতর্কতা ও হেয়ালিপনা থেকে দর্শনার্থীদের সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। তিনি দর্শনার্থীদের সতর্ক করে বলেন, গাইডবিহীন পাহাড়ি পথে ঘুরতে গেলে বিপজ্জনক বা ভুল পথে অন্যকোনো প্রান্তে চলে যাওয়ার আশঙ্ক্ষা রয়েছে। প্রতিটি ঝরনার রুটে যেতে কিছু কিশোর গাইড অনায়াসেই পাওয়া যায়। সামান্য কিছু হাতখরচ দিলেই ওরা পথ দেখিয়ে দেয়। এই বিষয়ে সতর্কতা ও জানাশোনা পর্যটকের সহযোগিতা নেয়া উচিত বলে মনে করেন তিনি।