মাগুরা থেকে মীরসরাই উপজেলার খৈয়াছড়া ঝর্ণায় বেড়াতে আসেন একদল কলেজছাত্র। সেখানে একটি কূপে পাথরের খাঁজে একজনের পা আটকা পড়লে কোনোমতেই বের করা সম্ভব হচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ওই কলেজছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
মীরসরাই ফায়ার স্টেশনের দায়িত্বরত ফায়ার কর্মী আমিনুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১১টায় খৈয়াছড়া ঝর্ণার কূপে এক ছাত্র আটকা পড়েছে খবর পেয়ে মীরসরাই ফায়ার স্টেশনের সহকারী ইনচার্জ আহমদ এর নেতৃত্বে একটি দল উদ্ধার করতে যান। এসময় সেখানে আটকা পড়া মাগুরা জেলার সিবিআই পৌরসভার হাসেম আলীর পুত্র নুরুল হক (২২) এর পা ঝর্ণার কূপে আটকে পড়া অবস্থা থেকে দুপুর ১২টা নাগাদ ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে। নুরুল হক মাগুরার একটি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী। কলেজের কয়েকজন বন্ধুর সঙ্গে তিনি খৈয়াছড়া ঝর্ণায় বেড়াতে আসেন। তার পা কূপের ভেতরের পাথরের খাঁজে আটকে যাওয়ায় বন্ধুরা উপায় না দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
উদ্ধারকারী কর্মকর্তা ফায়ার সার্ভিসের সহকারী ইনচার্জ আহমদ জানান, আটকা পড়া ছাত্রের পায়ে কিছুটা জখম হলেও অবস্থা খুব বেশি গুরুতর নয়। উদ্ধারের পর বন্ধুদের সঙ্গে তিনি নিজ এলাকায় চলে যান।