খেয়াল আবদুল খালেক | বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৭:৩৪ পূর্বাহ্ণ (৩২,০১২) বাঘ মামা গান ধরেছে তান ধরছে শিয়াল বিড়ালের হাতে তবলা গানটা হলো খেয়াল। বনের পশু পাখিরা সব উড়ে উড়ে আসে কোকিল বসে গাছের ডালে মুচকি মুচকি হাসে।