খেয়াল

আবদুল খালেক | বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৭:৩৪ পূর্বাহ্ণ

(৩২,০১২)

বাঘ মামা গান ধরেছে

তান ধরছে শিয়াল

বিড়ালের হাতে তবলা

গানটা হলো খেয়াল।

বনের পশু পাখিরা সব

উড়ে উড়ে আসে

কোকিল বসে গাছের ডালে

মুচকি মুচকি হাসে।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধতমিজুল নাম তার