খেলা শেষে গোসলে নেমে শিশুর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৮:২৮ পূর্বাহ্ণ

চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমবয়সীদের সঙ্গে ফুটবল খেলে ১০ বছরের শিশু সাফওয়ানুল ইসলাম। এরপর পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ছেলেটি। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে ঘটে এই ঘটনা। মারা যাওয়া সাফওয়ান চকরিয়া পৌরশহরের সবুজবাগ আবাসিক এলাকাস্থ মারকাযুস সুন্নাহ হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থী। সে উপজেলার সাহারবিল ইউনিয়নের শিক্ষক দম্পতি সরওয়ার আলম ও সালেহা বেগমের পুত্র।

নিকটাত্মীয়রা জানান, এই শিক্ষক দম্পতির বাড়ি সাহারবিল ইউনিয়নে হলেও সন্তানদের পড়ালেখার সুবিধার্থে থাকেন চকরিয়া পৌরশহরের সবুজবাগ আবাসিক এলাকায় ভাড়া বাসায়। তাদের সংসারে তিন পুত্র সন্তান রয়েছে। তদ্মধ্যে পানিতে ডুবে মারা যাওয়া শিশু সাফওয়ানুল কনিষ্ট। বাসার পাশেই তার হেফজখানা। বন্ধের দিন হওয়ায় গতকাল শুক্রবার হেফজখানায় যাওয়া হয়নি তার।

পরিবার সূত্র জানায়, সকালে শিক্ষক মাবাবা বাসায় না থাকার সুযোগে বন্ধুদের নিয়ে স্থানীয় স্কুল মাঠে ফুটবল খেলতে যায় সাফওয়ান। পরে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায় সে। পরে অন্য শিশুরা তার নিথর দেহ ভাসতে দেখে বড়দের জানায়। তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে সিএনজি ট্যাক্সি চালকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধআশার আলো দেখছে উপকূলবাসী