পড়ার ফাঁকে খুকুমণির
খেলনা থাকে সাথে,
হাতি ঘোড়া পুতুল নিয়ে
এক ধ্যানেতে মাতে।
পুকুর জলে গোসল করে
পুতুল রাখে ঘাটে,
কখনো বা খেলনাগুলো
থাকে খেলার মাঠে।
মায়ের হাতে খাবার খেতে
যখন ছুটে আসে,
হরেক রঙের খেলনা নিয়ে
বসে মায়ের পাশে।
খেলনাগুলো খুকির চোখে
যেন স্বপ্ন বাতি।
ঘুম ভেঙ্গে যায় খুকুমণির
খোঁজে খেলার সাথী।