সকাল কাটে কোচিং ক্লাসে
দুপুরটা ইশকুলে।
বিকেল বেলা প্রাইভেট টিউটর
খেলাই গেছি ভুলে।
বইয়ের ভারে পিঠ ব্যথা হয়
কষ্ট বাড়ে বুকে
হাত ব্যথা হয় লিখে লিখে
মন ব্যথা হয় দুখে।
জিপিএ ফাইভ পেতেই হবে
বাবা–মায়ের চাওয়া।
রেজাল্ট ভালোর টেনশনেতে
ভুলছি নাওয়া খাওয়া।
আমায় ডাকে আকাশ নদী
ডাকছে মাঠখানা
হোমওয়ার্কের খাতা বলে
খেলতে তোমার মানা।
বইয়ের পাতায় কাটাই বেলা
ইশকুলে রোজ যাই,
ভালো রেজাল্ট করতে হবে
খেলার সময় নাই।