চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। এ নিয়ে দুই দেশের বোর্ডের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছে অনেকদিন থেকেই। সর্বশেষ আইসিসি থেকে ‘হাইব্রিড‘ মডেলের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সেই সঙ্গে ভারতের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষতি করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আইসিসির প্রতি এ ব্যাপারে কর্তৃত্ব দেখানোর আহ্বানও জানান পাকিস্তানের এই কিংবদন্তি অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে আফ্রিদি লিখেছেন, ‘বিসিসিআই খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অনিশ্চিত অবস্থায় ফেলেছে। হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির অবস্থানকে পূর্ণ সমর্থন করছি, বিশেষ করে যেহেতু পাকিস্তান (নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও) ২৬/১১ এর পর দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজসহ পাঁচবার ভারত সফর করেছে। আইসিসির নিরপেক্ষতা বজায় রাখার এবং তাদের কর্তৃত্ব দেখানোর সময় এসেছে।’