জয়া চাকমা
রেফারি জয়া চাকমা। ফিফার পঞ্চম নারী রেফারি এবং বাংলাদেশের প্রথম। ফিফার আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে জয়া বাংলাদেশের হয়ে যে-কোনো আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার অনুমতি পান ২১ ডিসেম্বর ২০১৯-এ। ফিফা রেফারি হওয়ার জন্য জয়া ও সালমা আক্তার গত ২৩ আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পরীক্ষা দেন। ফিফার স্বীকৃতি এসে যাওয়ায় আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে জয়ার সামনে আর কোনো বাধা থাকল না।
বিভিন্ন বয়সভিত্তিক স্তরে এখন পর্যন্ত ১৬টি ম্যাচ পরিচালনা করেছেন জয়া। দেশে গত বছর ছেলেদের তৃতীয় বিভাগ লিগের ১টা ম্যাচ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির কর্মকর্তা ইব্রাহিম নেসার বলেন, ‘জয়াকে নিয়ে আমরা গর্বিত। এখন থেকে সে আন্তর্জাতিক ম্যাচ করবে। পাশাপাশি আমরা তাকে ঘরোয়া খেলায়ও কাজে লাগাব।’
জয়া চাকমা ভারতের বেনারস বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব ফিজিক্যাল এডুকেশনে নিচ্ছেন উচ্চতর ডিগ্রি। দু’বছরের মাস্টার্স প্রোগ্রামের মাত্র দ্বিতীয় সেমিস্টার চলছে। ফিফা রেফারি নির্বাচিত হয়ে জয়া নিজেও নতুনভাবে উদ্দীপ্ত। বলেছেন, ‘এই স্বীকৃতির জন্য অনেক কষ্ট করেছি। অবশেষে সেটা পাওয়ায় কতটা আনন্দিত বোঝাতে পারব না।’ ঠিক করেছেন নিজের নতুন লক্ষ্যও, ‘এখন আমি চাইব নির্ভুলভাবে যেন ম্যাচ পরিচালনা করতে পারি। সে জন্য নতুনভাবে প্রস্তুত।
স্বরলিকা পারভিন
২০১৭ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপে ‘হ্যাটট্রিক কন্যা’। জাতীয় পর্যায়ের সেমিফাইনালে তার দল হারলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিয়েছিল স্বরলিকা।
বাল্য বিবাহের শিকার স্বরলিকা কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার দীঘলটারী দক্ষিণ বাঁশজানি গ্রামের কন্যা। গ্রামের তিন দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারের দিনহাটা মহকুমার সীমানা। বছর তিনেক আগে এই গ্রামেই গঠিত হয়েছিল বাঁশজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল। দলের খেলোয়াড় ২০ জন কিশোরী। দলটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপে অংশ নিয়ে ইউনিয়ন, উপজেলা, জেলার ধাপ পেরিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলতে যায়। কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক করে দলকে জেতায় অধিনায়ক স্বরলিকা। তবে সেমিফাইনালে হেরে গিয়ে স্থান নির্ধারণী ম্যাচে চট্টগ্রামের বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে তৃতীয় হয় বাঁশজানি দল। এই ম্যাচেও হ্যাটট্রিক করে কিশোরী স্বরলিকা। শুধু বঙ্গমাতা গোল্ডকাপ নয়, এরপর তার নেতৃত্বে আসে আরও নানা সাফল্য। বিলুপ্ত ছিটমহলের নতুন বাংলাদেশিদের কাছে প্রথম উপহার আসে যেন স্বরলিকা পারভিনের হাত ধরেই।
জাতীয় দলে খেলার স্বপ্ন দেখা স্বরলিকার বিয়ে হয় কিশোর বয়সেই, ভেঙে যায় তার স্বপ্ন। প্রধানমন্ত্রীর হাত থেকে নেয়া মেডেল এখন শুধুই স্মৃতি। সামাজিক প্রথার শিকার কিশোরী স্বরলিকা বলে, ‘সমাজের মানুষ নানা কথা বলে। মেয়েরা ফুটবল খেললে বিয়ে হবে না এটাও বলে। ভালো পাত্র পাওয়া যাবে না। আর্থিক অনটনসহ এমন অনেক কারণে বাবা-মা আমার বিয়ে দিয়ে দিয়েছে। ইচ্ছে ছিল জাতীয় দলে খেলার। এখন আর সেই স্বপ্ন দেখি না।
ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস অর্জন বাংলাদেশ নারী দলের এক গুরুত্বপুর্ণ সাফল্য। এতদিন কেবল ওয়ানডে এবং টি-টোয়েন্টিই খেলেছে বাংলাদেশ নারী দল। তবে এবার ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ফরম্যাট টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ। এক ভার্চুয়াল বোর্ড সভায় আইসিসির পূর্ণাঙ্গ সদস্যদের ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেওয়ার কথা বলা হয়েছে।
এখন পর্যন্ত সর্বমোট ১০ নারী দল আইসিসির টেস্ট স্বীকৃতি পেয়েছে। যেখানে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার পাশাপাশি টেস্ট খেলেছে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ড নারী দল।
বাংলাদেশের পাশাপাশি টেস্ট দেওয়া হয়েছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী দলকে। শুধু তাই নয় ২০২২ সালে কমনওয়েলথ গেমসের টি-টোয়েন্টি ম্যাচগুলোকে আন্তর্জাতিক ক্রিকেটের স্বীকৃতিও দিয়েছে আইসিসি।
সোনিয়া আক্তার টুম্পা
সদ্যসমাপ্ত এশিয়ান গেমসে সবচেয়ে বেশি স্বর্ণ পদক জয় করেছেন। দলীয় ও ব্যক্তিগত মিলিয়ে নৌবাহিনীর এই সাঁতারু সোনিয়া আক্তার টুম্পা ৮টি স্বর্ণ পদক জয় করেন। এর মধ্যে ব্যক্তিগত ইভেন্টে ৫টি, রিলেতে ৩টি স্বর্ণ।
টুম্পা বলেন, ‘পরিশ্রমের ফল পেয়ে খুশি। অনেকদিন পর এতগুলো ইভেন্ট করলাম। মধ্যে আমার অনুশীলনের ঘাটতি ছিল। জুনাইনাও ভালো করছিল। এ কারণে ইভেন্ট কমিয়ে দিয়েছিলাম। কারণ ফিটনেস সর্বোচ্চ পর্যায়ে না থাকা অবস্থায় বেশি ইভেন্ট করলে আমার সংস্থা নৌবাহিনী বঞ্চিত হতো, আমিও ইনজুরিতে পড়তাম। এ বছর স্বল্প সময় অনুশীলন হলেও কঠোর পরিশ্রম করেছি। ভাবিনি এত ভালো হবে। আসলে নিজের সর্বোচ্চ চেষ্টাই করেছি।’
গ্রন্থনা : রিতু পারভি