খেলার মাঠে মেলা নয়, মেলার জন্য আলাদা জায়গা চাই বলে মন্তব্য করেছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ মত পোষণ করেন। তিনি বলেন, চট্টগ্রামের খেলার মাঠগুলো বছরের অধিকাংশ সময় বিভিন্ন মেলা কিংবা অন্যান্য অনুষ্ঠানের নামে দখল করে রাখা হচ্ছে। এর ফলে নতুন প্রজন্ম ভয়াবহ মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে বেড়ে উঠছে। নান্নু, নোবেল, আকরাম, মাসুম, শহীদ, নাফিস, আফতাব, তামিম, আশীষ, ইকবাল, দীলিপ, সুহাস বড়ুয়ার মত তারকা খেলোয়াড়দের বেড়ে উঠা এই চট্টগ্রামেই। তারা যে মাঠে খেলে তারকাখ্যাতি পেয়েছেন আজ সে মাঠগুলো হারিয়ে গিয়েছে। মাঠের অভাবে খেলার দলগুলোর অনুশীলন ব্যাহত হচ্ছে, সমস্যায় পড়ছেন উঠতি খেলোয়াড়েরা। এছাড়া প্রাতঃকালীন হাঁটা, শরীরচর্চা এবং খেলাধুলার জন্য উন্মুক্ত জায়গা অপরিহার্য হলেও দিনের পর দিন তা শুধুই কমছে। গত কয়েক দশকে নগরীতে জনসংখ্যা বাড়লেও খেলার স্থানগুলো হারিয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে আর আগের মতো খেলোয়াড় উঠে আসছে না। আর এরকম একটি অস্থির পরিবেশে বেড়ে উঠছে আমাদের সন্তানেরা। মাঠের অভাবে মানসিক ও শারীরিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে আমাদের সন্তানদের। এদেরকে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ উপহার দেওয়া আমাদের সকলেরই দায়িত্ব ও কর্তব্য। প্রেস বিজ্ঞপ্তি।











