প্রতিদিনের মতোই ব্যাডমিন্টন মাঠে যান তিনি। সহকর্মীদের সাথে নিয়ে খেলেনও। কিন্তু রাত সাড়ে দশটার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে খেলার মাঠ ছেড়ে একাই অফিসকক্ষে ঢুকে নিজের চেয়ারে বসে পড়েন। এর পর বসা অবস্থায় স্ট্রোক করে চেয়ার থেকে নিচে পড়ে যান।
এদিকে খেলার মাঠের সহকর্মীরা তাকে এদিক-ওদিক খুঁজতে থাকেন। অফিসকক্ষে টেবিলের আড়ালে পড়ে থাকায় তাকে প্রথমে খুঁজে পাননি। খবর নেন বাসায়ও। না পেয়ে আবারো ভালো করে খুঁজতে গিয়ে অফিসে টেবিলের আড়ালে তাকে খুঁজে পান। উদ্ধার করে দ্রুত একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কঙবাজারের চকরিয়া বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী (আর.ই) মো. মাঈন উদ্দিন (৫২)। গত বুধবার রাতে পৌরশহরের চিরিঙ্গাস্থ তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো. ফয়েজুর রহমান জানান, আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন মো. মাঈন উদ্দিন এবং হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই তিনি মৃত্যুবরণ করেছেন। আবাসিক প্রকৌশলীর এমন হঠাৎ মৃত্যুতে চকরিয়া বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। প্রকৌশলী মাঈন উদ্দিনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। দুইবছর আগে তিনি এখানে আবাসিক প্রকৌশলী হিসেবে যোগ দেন।












