খেলার মাঠে অজ্ঞান কিশোর, পরে মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৮:৪৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ফুটবল খেলার সময় অজ্ঞান হয়ে পড়ে সাকিব (২০) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাকিব উপজেলার মুরাদপুর ইউনিয়নের ঢালিপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। স্থানীয়রা জানায়, গতকাল সাকিব মুরাদপুর ইউনিয়নের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকার গ্রামের একটি মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায়। কিন্তু ওই সময় অতিরিক্ত গরম পড়ছিল। এক পর্যায়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়ে সাকিব। এ সময় অন্যরা তাকে দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল আসরের নামাজের পর জানাজা শেষে এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে দুই রেস্টুরেন্টকে জরিমানা
পরবর্তী নিবন্ধঅসীমা ভট্টাচার্য্য