খেলার ছলে রুমের দরজা লক শিশুর, উদ্ধার করল ফায়ার সার্ভিস

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৩০ জানুয়ারি, ২০২২ at ৩:২৩ অপরাহ্ণ

হাটহাজারীতে নিজ রুমে আটকে পড়া আবদুল্লাহ মো. তাজকিব নামে আড়াই বছরের এক শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। আজ রবিবার সকালে পৌরসদরস্হ ফটিকা এলাকার শাহজালাল পাড়ায় আবদুল মতিন ভিলায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, পৌর সদরস্হ আবদুল মতিন ভিলায় ৪র্থ তলার ২য় তলায় নুরুল আলমের পুত্র তাজকিব খেলার ছলে রুমের দরজা লক করে দিলে ভিতরে আটকা পড়ে। পরিবারের সদস্যরা অনেক চেষ্ঠা করেও লক খুলতে না পারায় আতঙ্কিত হয়ে পড়ে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা খানিক চেষ্ঠার পর দরজার লক খুলে শিশুটিকে উদ্ধার করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান আজাদীকে বলেন, রবিবার সকালে খবরে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা খানিক চেষ্টার পর হাইড্রোলিক ডোর ওপেনার দিয়ে দরজা লক খুলে আড়াই বছরের শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি।

পূর্ববর্তী নিবন্ধবুস্টার ডোজ দেওয়ার বয়সসীমা আরও কমল
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে মাছ ধরতে গিয়ে পন্টুনের নিচে তলিয়ে গেছে বাবা-ছেলে