আগামী এক মাসের মধ্যেই খেলাধুলার জন্য প্রস্তুত হচ্ছে নগরীর আউটার স্টেডিয়াম। ইতিমধ্যে ঘাস লাগানোর কাজ প্রায় শেষ হয়েছে। গতকাল জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান আজাদীকে এ তথ্য জানিয়ে বলেন, আউটার স্টেডিয়ামে খেলা ছাড়া আর কিছু হবে না এমনটা ঘোষণা দিয়েছিলাম। এটি বাস্তবায়ন করতে গিয়ে আমরা চারপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। চারপাশে সীমানা প্রাচীর গড়ে তুলেছি। মাঠে ঘাস লাগিয়েছি। কয়েকদিনের মধ্যে এ ঘাস লাগানোর কাজ শেষ হবে। খেলার জন্য প্রস্তুত হতে সব মিলে মাসখানেক সময় লাগবে। মাঠে শুধু খেলাধুলাই হবে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, খেলার বাইরে অন্য কিছু মাঠে হবে না। আমরা এ বিষয়ে নিশ্চয়তা দিচ্ছি। নগরীর প্রাণ কেন্দ্র কাজির দেউড়ির স্টেডিয়াম পাড়ার আউটার স্টেডিয়াম থেকে অনেক তারকা খেলোয়াড় জন্মেছে। কিন্তু দীর্ঘদিন ধরে এই আউটার স্টেডিয়াম পরিণত হয়েছে পরিত্যক্ত মাঠে। খেলার পরিবেশই ছিল না। শুধু মেলা বসত। যার ইচ্ছা হতো সে তার মতো করে ব্যবহার করতো। সচেতন নাগরিক সমাজ এ নিয়ে নানা সময় হতাশাও ব্যক্ত করেন। এরই ধারাবাহিকতায় গত বছরের শুরুর দিকে আউটার স্টেডিয়ামকে প্রকৃত খেলার মাঠে ফেরাতে উদ্যোগ দেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসকের ঘোষণার পরপর গত বছরের ১৯ মার্চ আউটার স্টেডিয়ামের চারপাশের সব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।