খেলাচ্ছলে পুকুরে পড়ে যায় শিশু দুটি, একজনের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৪:৪১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় পুকুরে ডুবে মো. তামিম হাসান () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আখতারিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তামিম একই এলাকার রেজাউল করিমের পুত্র। এ ঘটনায় পানিতে ডুবে গুরুতর আহত হয়েছে একই এলাকার মো. রিফাতের পুত্র মো. তাহমিদ ()

সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, পরিবারের অগোচরে দুই শিশু বাড়ি থেকে বের হয়ে খেলা করছিল। এক পর্যায়ে তারা দুজনই পুকুরের পানিতে নামে। তামিম হাসান পানিতে ডুবে গেলে তাহমিদ নিজে পানি থেকে উঠে আসে। পরে তাহমিদ তার সহপাঠি তামিমকে উদ্ধার করতে পুনরায় পানিতে নামে, যা নিয়ে সে নিজেও পানিতে ডুবে যায়। আশপাশের লোকজন দুই শিশুকে পুকুরে ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন।

উভয় শিশুকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। তাহমিদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলাচ্ছলে দুই শিশু পুকুরে পড়ে যায়, যার মধ্যে একজনের মৃত্যু হয় এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন। একইদিন সন্ধ্যায় নামাজে জানাজা শেষে শিশু তামিম হাসানকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিক্রিয়া নিউটনের সূত্রের মত হয়েছে, বললেন অর্থ উপদেষ্টা
পরবর্তী নিবন্ধকোস্টগার্ডের অভিযানে ৯ জেলে উদ্ধার, এক ডাকাত আটক