জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর মহানগর কমিটির সাংস্কৃতিক ও নাট্য বিভাগের এক সভা গত ২২ অক্টোবর মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর কমিটির সহ-সভাপতি চন্দন পাল। মহানগর কমিটির সম্পাদমন্ডলীর সদস্য জয়ন্ত রাহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী রথীন সেন, অধ্যাপক রোজী সেন, বিশ্বজিৎ বসু, অমিত হোড়, নিউটন দত্ত, শুচিস্মিতা চৌধুরী, তৃষা দাশ প্রমুখ। সভায় খেলাঘরের সাংস্কৃতিক কার্যক্রম ও নাট্যচর্চাকে গতিশীল করার লক্ষ্যে মহানগরের আওতাধীন শাখা আসরের সমন্বয়ে সাংস্কৃতিক স্কোয়াড ও শিশুতোষ নাট্যগ্রুপ গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।






