খেলাঘর মহানগরের সম্মেলন সম্পন্ন

| রবিবার , ২৬ জুন, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

‘সুন্দর স্বপ্নে গড়ে উঠুক আমার দেশ, প্রতি ভোর হোক চির উজ্জ্বল’এই স্লোগানে খেলাঘর মহানগরের দুদিনব্যাপী সম্মেলন গত ২৪ ও ২৫ জুন সম্পন্ন হয়। সম্মেলনের দ্বিতীয় দিন গতকাল শনিবার কে.বি. আবদুচ ছত্তার মিলনায়তনে সংগঠনের প্রতিনিধি ও পর্যবেক্ষকের উপস্থিতিতে দিনব্যাপী সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়। মহানগর কমিটির সম্পাদক বিশ্বজিৎ বসুর সঞ্চালনায় সাংগঠনিক অধিবেশনে সভাপতিত্ব করেন মহানগর কমিটির সহ সভাপতি দেবাশীষ রায়।

অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, রুনু আলী, আহসান হাবিব খান রিপন,সদস্য আশীষ ধর, অধ্যাপক রোজী সেন। অনুষ্ঠানের শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন খেলাঘর মহানগর কমিটির সম্পাদক ইকবাল হোসেন।

সাংগঠনিক অধিবেশনে সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন খেলাঘর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এ.এস.এম জাহিদ হোসেন। মহানগরের আওতাধীন শাখা আসর সমূহের প্রতিনিধিবৃন্দ সম্পাদকীয় রির্পোটের উপর আলোচনায় অংশ নেন। সভায় বক্তারা বলেন আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার হিসেবে গড়ে তুলতে চাই সুস্থ সাংষ্কৃতিক পরিমন্ডল ও নিরাপদ স্বদেশ। শিশুর বিকাশ সাধনের সুষ্ঠু পরিবেশ পেলে একটি শিশু আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

শেষে নাট্যজন মুনির হেলালকে সভাপতি ও বিশ্বজিৎ বসুকে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়। নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে বন্যার্তদের জন্য সাহায্য অপ্রতুল
পরবর্তী নিবন্ধশোক প্রকাশ