নাচ–গান–আবৃত্তি ও কথামালা পরিবেশনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে জাতীয় শিশু–কিশোর সংগঠন খেলাঘর। গত ২৭ ডিসেম্বর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শিশু–কিশোরদের নাচ–গান ও আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে উৎসব মুখর হয়ে ওঠে আয়োজনটি। খেলাঘর মহানগর কমিটির সভাপতি নাট্যজন মুনির হেলালের সভাপতিত্বে কথামালায় অংশ নেন প্রকৌশলী রথীন সেন, অধ্যাপক রোজী সেন, চন্দন পাল, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য দেবাশীষ রায়, মহানগর কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু ও মহানগর কমিটির সদস্য দীপংকর রুদ্র। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ প্রতিম নাহা ও জয়ন্ত রাহা। অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনায় ছিলেন দেবমিতা নন্দী প্রজ্ঞা। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ বাঙালি জাতির গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের আত্মত্যাগের প্রতীক।
নয় মাসব্যাপী বীরত্বপূর্ণ সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বক্তারা আরো বলেন, সুস্থ ধারার সাহিত্য–সংস্কৃতি চর্চা ও সৃজনশীল কাজের মধ্য দিয়ে খেলাঘর শিশু–কিশোরদের অসামপ্রদায়িক, বিজ্ঞানমনষ্ক ও মানবিকবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করে। খেলাঘর দেশ ও দেশের মানুষকে, দেশের ঐতিহ্যকে ভালোবাসতে শেখায়। সবশেষে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












