খেলাঘরের মানববন্ধন-সমাবেশ

| রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৩:৫৩ পূর্বাহ্ণ

নড়াইলসহ হামলাঠ প্রতিবাদে এবং হামলার সাথে জড়িতদের বিচারের দাবিতে রাজপথে নেমেছে শিশু-কিশোর ও সংগঠকরা। জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর মহানগরের উদ্যোগে গতকাল শনিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাঘর মহানগর কমিটির সভাপতি মুনির হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন খেলাঘরের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, সাবেক প্রেসিডিয়াম সদস্য আশীষ ধর, মহানগরের উপদেষ্টা ড. গনেশ রায়, মহানগর কমিটির সহ-সভাপতি অধ্যাপিকা রোজী সেন, দেবাশীষ রায়, চন্দন পাল, অ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, সম্পাদকমন্ডলীর সদস্য পার্থ প্রতীম নাহা, প্রীতম দাশ, জয়ন্ত রাহা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সামপ্রদায়িক হামলার বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা, শিথিলতাই সারাদেশে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়তে দেশপ্রেমিক প্রগতিশীল, মানবিক মূল্যবোধ সম্পন্ন নবপ্রজন্ম গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচতুর্থ অনাস্থা ভোটেও টিকে গেলেন থাই প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধসেভ দ্য হাঙ্গার পিপলের ঈদ পুনর্মিলনী