সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বাজার এলাকায় গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাতির প্রস্তুতির সময় মো. জাহেদ (২৭) নামে এক ব্যক্তিকে একটি প্রাইভেট কারসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ছুরি, খেলনা পিস্তল, রড ও লেজার লাইট উদ্ধার করা হয়। গ্রেপ্তার জাহেদের বাড়ি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, মো. জাহেদসহ সাত থেকে আটজনের একটি ডাকাত দল বাঁশবাড়িয়া এলাকায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তারা মূলত একটি প্রাইভেট কার নিয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘোরে। এরপর সুবিধাজনক স্থানে গাড়ি থামিয়ে ডাকাতির পরিকল্পনা করেছিল।
এর আগে গত রোববার গভীর রাতে এই মহাসড়কের উপজেলার পন্থিছিলা এলাকায় ডাকাতির ঘটনায় একজন নিহতও হন। তার আগে শুক্রবার চট্টগ্রাম বন্দর থেকে মেসার্স আকবর ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টের একটি গাড়ি ৫০০ বস্তা প্লাস্টিক দানা নিয়ে গাজীপুর যাওয়ার পথে কুমিল্লায় ছিনতাই হয়। পরদিন কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় মালপত্রসহ গাড়িটি উদ্ধার করা হয়। এর আগে ১৭ নভেম্বর রাতে সীতাকুণ্ডের পন্থিছিলা থেকে কাভার্ডভ্যান গতি রোধ করে প্রায় ২০ লাখ টাকার মালপত্র লুট করা হয়।
ওসি মো. মজিবুর রহমান বলেন, মহাসড়কে বিভিন্ন কায়দায় ডাকাতির সংখ্যা বেড়ে গেছে। সংঘবদ্ধ এ ডাকাত দলকে ধরার জন্য আমরা সার্বক্ষণিক চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যে কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, অনেক সময় গাড়িরচালক জড়িত থাকেন ডাকাতির সঙ্গে। মহাসড়কে রাতের বেলায় টহল পুলিশ বাড়ানো হয়েছে।